পিএসজিতে কেমন ছিলেন, জানালেন মেসি

বার্সেলোনা ছেড়ে দুবছরের চুক্তিতে পিএসজিতে গিয়েছিলেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটি যে মেসির আপন হয়ে উঠতে পারেনি তা সামনে এলো মেসির কণ্ঠেই। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে কাটানো সময়গুলো একদমই উপভোগ করেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে গিয়ে তাই নতুন করে আনন্দ আবিষ্কার করতে চান।

স্পেনের দুই ক্রীড়া পত্রিকা মুন্ডো দেপোর্তিভো ও স্পোর্তকে বুধবার রাতে সাক্ষাৎকারে মেসি নিশ্চিত করেছেন পরবর্তী ঠিকানা আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিই। সেই সাক্ষাৎকারে পিএসজি নিয়েও বলেছেন মেসি।

পিএসজিতে কাটানো সময়গুলো যে মেসি উপভোগ করছেন না, আগেও সেটার প্রমাণ মিলেছে। দুবছরে সমর্থকদের দুয়ো শুনেছেন অনেকবার। অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণে গিয়ে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন।

৩৫ বর্ষী মেসি বলেছেন, ‘যে দুটি বছর আমি কাটিয়েছি, তা মোটেও উপভোগ করিনি। ব্যক্তিগতভাবে খুবই অসন্তুষ্ট ছিলাম। বিশ্বকাপের মঞ্চে সেই ফাইনাল ম্যাচটি ছিল এই সময়ের মধ্যে দর্শনীয় একটি। এছাড়া বাকি সময়টা আমার জন্য কঠিন ছিল। আমি আনন্দকে এখন নতুন করে আবিষ্কার করতে চাই। আমার পরিবার ও সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করতে চাই। এ কারণেই সিদ্ধান্তটি বার্সেলোনার পক্ষে যায়নি।’

চলতি মৌসুমে পিএসজির মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়। তারকাবহুল দল হয়েও শেষ পর্যন্ত মিশনে ব্যর্থ হয়েছেন সদ্য বরখাস্ত কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মেসিও চুক্তি শেষ করে চলে গেছেন প্যারিস ছেড়ে।

বিজ্ঞাপন

পিএসজিমিয়ামিমেসিলিগ ওয়ানলিড স্পোর্টস