রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সভা করেছে কানাডায় টরেন্টোতে বসবাসরত আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রোববার (২১ মে) স্থানীয় সময় বেলা ১২ টায় প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাৎক্ষণিক এই প্রতিবাদ সভায় রাজশাহী জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা।
বক্তারা বলেন, কাদের নির্দেশে এ ধরনের ধৃষ্টতামুলক বক্তব্য দিয়েছেন তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়, সবাই প্রতিবাদমুখর হয়ে উঠেন সভায়।
বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানান। নেত্রীকে নিয়ে কোন প্রকার নেগেটিভ বক্তব্য প্রবাসী সৈনিকরা কোনভাবেই মেনে নিবে না। প্রতিবাদমুখর সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন, সাবেক ভিপি বাকসু ও অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল করিম, সাধারণ সম্পাদক লিটন মাসুদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফাকুর রহমান আকন্দ, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার আলম কামাল, এস বি আব্দুল হামিদ, কানাডা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক করিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ূন কবির, সহসভাপতি এ এম তোহা প্রমুখ।
বিজ্ঞাপন