পুঁজিবাজারের উন্নয়নেও তালিকাভূক্ত কোম্পানি ১০ শতাংশের বেশি পাবলিক শেয়ার বা আইপিও ছাড়লে কর হার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজারে শর্তসাপেক্ষে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগেরও সুযোগও রাখা হয়েছে।
পুঁজিবাজারে বিনিয়োগ আকৃষ্ট করতে তালিকাভূক্ত কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার সাধারণ বিনিয়োগকারীর মাঝে আইপিও’র মাধ্যমে হস্তান্তর হলে করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
তবে ১০ শতাংশ বা তার কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরকারী লিস্টেড কোম্পানির কর হার ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আরো কিছু সুবিধার পাশাপাশি পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিদ্যমান সুযোগটিও বহাল রাখা হয়েছে।
বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখছেন বাজার সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। তবে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড আয়ের ওপর করসীমা আরো বাড়ানোর দাবি করেছেন অনেকে।
সরকারের নীতি সহায়তার মাধ্যমে পুঁজিবাজার আরো শক্তিশালী হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপন