জামালপুরের মেলান্দহের গোবিন্দপুর গাড়োয়ানপাড়ার আলম সেক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
দুপুরে জামালপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিহতের পরিবার।
নিহতের স্ত্রী মোছা. বেদেনা বেওয়া অভিযোগ করেন, তার স্বামীর সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল মেলান্দহ পৌরসভার তৎকালীন কাউন্সিলর মো. ফরিদুজ্জামান ফরিদের। ২০০৯ সালের ৭ জানুয়ারি জমি সংক্রান্ত মামলা নিস্পত্তির কথা বলে ফরিদুজ্জামানসহ কয়েকজন রিকশাচালক আলম সেককে ডেকে নিয়ে বিষ মিশ্রিত পাউরুটি খাইয়ে হত্যার পর তাদের বসতবাড়িসহ সব সম্পত্তি জবর দখল করেছে। ১৩ বছর ধরে অন্যের বাড়িতে আশ্রিত পরিবারটিকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে জামিনে থাকা হত্যা মামলার আসামীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রভাবশালী একই চক্র জমি সংক্রান্ত বিরোধে ১৯৯৪ সালে আলম সেকের বাবা গোলাপ আলীকে হত্যার পর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে রাখে এবং ২০১০ সালে তার পুত্রবধূর গর্ভে থাকা ৬ মাসের সন্তানকে নির্যাতনের পর হত্যা করেছে।
পরিবারের নিরাপত্তা ও স্বামী-শশুর-নাতী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বেদেনা বেওয়া।
বিজ্ঞাপন