লিভারপুল ম্যাচে এখনও নিশ্চিত নন হালান্ড

গত ১৮ মার্চ এফএ কাপে বার্নলির বিপক্ষে চোট পেয়েছিলেন ম্যানসিটি ফরোয়ার্ড আর্লিং হালান্ড। চোটের কারণে খেলতে পারেননি নরওয়ের হয়ে ইউরোর বাছাইপর্বের ম্যাচও। এবার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত তিনি।

শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানসিটি। ম্যাচটিতে হালান্ডের খেলার বিষয়ে এখনও রয়েছে সংশয়। প্রিমিয়ার লিগ জায়ান্টদের চূড়ান্ত প্রশিক্ষণের পর জানা যাবে খেলতে পারবেন কিনা নরওয়ে ফরোয়ার্ড।

সিটি কোচ পেপ গার্দিওলা এমনটাই জানিয়েছেন। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আর্লিং সুস্থ হচ্ছেন। আমরা আজ বিকেলে দেখব। বিকেল ৪টায় শেষ প্রশিক্ষণ। আমরা তখন তার অবস্থা বিবেচনা করবো।’

‘আমরা দেখব, ডাক্তার এবং খেলোয়াড় সিদ্ধান্ত নেবেন। যদি তিনি ভাল অনুভব করেন তাহলে খেলবেন। এই পর্যায়ে ঝুঁকি কখনও কখনও আপনাকে নিতে হবে। চিকিৎসকরা আমাকে বলেছেন তিনি দুই বা তিন সপ্তাহের জন্য বাইরে থাকবেন। আমরা দেখব, কীভাবে তাকে দলে রাখা যায়।’

বিজ্ঞাপন

গার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানসিটিলিভারপুলহালান্ড