নরসিংদীতে ঘরে ঢুকে পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষ্যায় ককটেল ফাটাতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চারজন। ঈদের দিন বিকেলে নীলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ককটেলগুলিচরাঞ্চলজুলহাস মিয়ানরসিংদীপূর্বপাড়াপোল্ট্রি ব্যবসায়ীবীরগাঁওরায়পুরা