‘মায়ার জঞ্জাল’ পোস্টারে ঢাকা-কলকাতার তারকা মুখ

প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মায়ার জঞ্জাল’-এর অফিসিয়াল পোস্টার। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ-ভারতে এটি একসঙ্গে মুক্তি পাবে। তার আগে বুধবার সন্ধ্যায় উন্মোচিত হয়েছে পোস্টারটি। যেখানে আছেন ঢাকা-কলকাতার তারকা মুখ!

পোস্টারে আছেন বাংলাদেশের মেধাবী অভিনেত্রী অপি করিম ও সোহেল মণ্ডল। কলকাতা থেকে পোস্টারে স্থান পেয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ। পোস্টারে সংশয়ী চরিত্রদের ব্যাকড্রপে কুয়াশায় ঢাকা উঁচু দালানের দৃশ্য! অনেকেই বলছেন, ‘মায়ার জঞ্জাল’ এর পোস্টার চোখের আরাম!

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। ছবিটির মাধ্যমে প্রায় ১৫ বছর পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী অপি করিমকে। যা যৌথ প্রযোজনার নতুন নীতিমালায় নির্মিত মুক্তি পেতে যাওয়া প্রথম ছবি।

চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে ‘মায়ার জঞ্জাল’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর ইউরোপিয়ান প্রিমিয়ার হয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্মস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিভাগে। এরপর ইন্দোনেশিয়ার জাকার্তায় জোগজা-নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান পার্সপেক্টিভস বিভাগে আমন্ত্রণ পায় ছবিটি।

এছাড়া ইতালির রোমে এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগ ‘এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমা’য় বেস্ট ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কমপিটিশনে প্রতিযোগিতা করে চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছে ‘মায়ার জঞ্জাল’।

‘মায়ার জঞ্জাল’ (ডেব্রি অব ডিজায়ার) ছবির সহ-প্রযোজক হিসেবে আছে ভারতীয় প্রতিষ্ঠান ফ্লিপবুক। আরেক প্রযোজক জসীম আহমেদ তিনটি স্বল্পদৈর্ঘ্য ছবি পরিচালনা করে দেশ-বিদেশে খ্যাতি পেয়েছেন। এগুলো হলো ‘দাগ’, ‘অ্যা পেয়ার অব স্যান্ডেল’ ও ‘চকোলেট’।

অপি করিমঅভিনেত্রীঋত্বিক চক্রবর্তীকলকাতাচান্দ্রেয়ী ঘোষঢাকাপরাণ বন্দ্যোপাধ্যায়পোস্টারব্রাত্য বসুমায়ার জঞ্জাললিড বিনোদনসিনেমাসোহেল মণ্ডল