নরসিংদীতে উচ্চজাতের বোরো আবাদ

নরসিংদীতে সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীলজাতের বোরো ধান চাষ হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে চারা রোপন কার্যক্রম চলছে। কৃষক বলছেন, নতুন এ প্রযুক্তি ও পদ্ধতিতে ধান উৎপাদন খরচ কমবে, বাড়বে ফলন।

কৃষিধান চাষনরসিংদী