জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচতে বেশি করে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে বেশি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এসময় তিনি গণভবন চত্বরে গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবচেয়ে ভাল হয় প্রত্যেকে তিনটি করে গাছ রোপণ করতে পারলে।

খাদ্য ঘাটতি মোকাবেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ বড় ভূমিকা রাখতে পারে। তাই বরাবরের মতো কোন জায়গা ফাঁকা না রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষের মৌলিক চাহিদা পূরণ সহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটি সবচেয়ে বেশি উপযোগী, সেটি হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। বিশ্ব পরিবেশ দিবসে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই আহ্বান জানিয়েছেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানপ্রধানমন্ত্রীবিশ্ব পরিবেশ দিবসশেখ হাসিনা