‘প্রথম’ জয়ে টিকে থাকল পাকিস্তান

জয়-পরাজয়ের অঙ্ক কষার পর রানরেট— সমীকরণে ঠিক ওই পর্যন্ত যেতে হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততেই হতো পাকিস্তানকে। জিতলে জিইয়ে থাকবে সেমিফাইনালের আশা, হারলে সেরা চারের আগেই ধরতে হবে দেশে ফেরার পথ। কঠিন এমন সমীকরণের ম্যাচে ৬ উইকেটের সহজ জয় তুলেছে বাবর আজমের দল।

পার্থে পাকিস্তানের টিকে থাকার ম্যাচটিতে ব্যাটিংয়ে যাচ্ছেতাই ছিলেন ডাচ ব্যাটাররা। শাদাব খান-মোহাম্মদ ওয়াসিমে খেই হারিয়ে জমা করতে পারেন মাত্র ৯১ রান। জবাবে রিজওয়ানের ব্যাটে ৩৯ বল হাতে রেখে পাকিস্তান পেরিয়ে যায় লক্ষ্য। আসরে এটিই তাদের প্রথম জয়, তৃতীয় ম্যাচে এসে।

সাথে খাতা-কলমের হিসেবেও টেবিলে টিকে থাকল বাবরের দল। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট হারানো দলটির সংগ্রহ ২, আছে টেবিলের ৫ নম্বরে। দুই ম্যাচে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।

রোববার ছোট লক্ষ্যে সাবধানী শুরু করে পাকিস্তানের উদ্বোধনী জুটি। এদিনও ব্যর্থ হয়েছেন বাবর। রান আউটের শিকার হয়ে ফেরার আগে অধিনায়ক করে যান ৪ রান। তিনে নামা ফখর জামান ফেরেন দলীয় ৫৩ রানে। শেষদিকে রানরেটের হিসেবে দ্রুত জয় তুলতে ব্যর্থ হয় পাকিস্তানের টপঅর্ডার।

রিজার্ভ বেঞ্চ থেকে মূল একাদশে ফেরা ফখর খেলেন ২০ রানের ইনিংস। ডাচদের বাজে দিনে তাকে ফিরিয়ে সফল ব্রেন্ডন গ্লোভার। বাকি পথ শান মাসুদকে নিয়ে আরও সহজ করে দেন রিজওয়ান। দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফেরার আগে উইকেটরক্ষক-ব্যাটার খেলেছেন ৩৯ বল। ১২৫ ছাড়ানো স্ট্রাইক রেটে ছিল ৫টি চারের মার। মাসুদকে ১২ রানের বেশি নিতে দেননি গ্লোভার। শেষ পর্যন্ত শাদাবের ২ বলে ৪ রান আসরের প্রথম জয় আনে।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারে স্টেফেন মাইবুর্গ ফেরার পর বাস ডে লেডে হন রিটায়ার্ড হার্ট। চারে নামা টম কুপারও ব্যর্থ। মাঝের দিকে কলিন অ্যাকাম্যানের ২৭ বলে ২৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ১৫ রানে কিছুটা এগোয় ডাচরা।

মিডল ও লোয়ার অর্ডারে আবারও তোপ দাগেন পাকিস্তানের বোলাররা। শেষ ২০ রান তুলতে নেদারল্যান্ডস হারায় শেষ ৫ উইকেট। কলিন ও এডওয়ার্ডস বাদে কেউই পাননি দুই অঙ্কের দেখা।

বল হাতে পাকিস্তানের তিন পেসার দেখিয়েছেন গতি আর সুইংয়ের দাপট। ৪ ওভারে ১৯ রান খরচ করেছেন শাহিন আফ্রিদি। কোটার সব ওভার করে মাত্র ১১ রানে একজন ব্যাটার ফিরিয়েছেন নাসিম শাহ। মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুটি উইকেট। ২২ রানের বিনিময়ে শাদাব খান তুলে নিয়েছেন ৩ ডাচ ব্যাটারকে।

টি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২পার্থরিজওয়ান