পাকিস্তানে আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওভারল্যাপিং রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকটের কারণে দেশটির জাতীয় নির্বাচন বিলম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। ইসিপি জানায়, আগামী বছরের ২৪ জানুয়ারিতে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির দায়ে কারাবন্দী এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার কয়েকদিন পর গত ৯ আগস্ট সংসদ ভেঙে দেশটির শাসন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়া হয়। এর ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন বলেছে যে সর্বশেষ জনগণনা শুমারির পর নির্বাচনী এলাকা পুনর্নির্মাণের জন্য আরও সময় প্রয়োজন।
দেশটির নির্বাচন কমিশন একটি বিবৃতিতে বলেছে, নির্বাচনের চূড়ান্ত তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে। এরপর ৫৪ দিনের নির্বাচনী কর্মসূচির পর ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন