পিসিবির টেকনিক্যাল কমিটি থেকে হাফিজের পদত্যাগ

জাকা আশরাফ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি’র) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সাবেক অধিনায়ক মিসবাহ উল হক ও সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে টেকনিক্যাল কমিটির দায়িত্ব দিয়েছিলেন। তবে টেকনিক্যাল কমিটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন হাফিজ।

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার আগে এমন ঘোষণা করেছেন ৪২ বর্ষী হাফিজ। বোর্ড সভাপতি, খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও টেকনিক্যাল কমিটির সাথে দেখা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক অলরাউন্ডার।

‘পাকিস্তান ক্রিকেট টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি সম্মানসূচক ওই পদে ছিলাম। আমাকে এ সুযোগ প্রদানের জন্য জাকা আশরাফকে ধন্যবাদ।’

‘পাকিস্তান ক্রিকেটের জন্য জাকা আশরাফ বা অন্যান্যদের যখনই আমাকে দরকার হবে, আমি পাকিস্তান ক্রিকেটের পাশে থাকব। পাকিস্তান ক্রিকেটের জন্য সবসময় শুভকামনা।’

পাকিস্তান বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলবে ২৯ সেপ্টেম্বর। ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডপাকিস্তানপিসিবিমিসবাহলিড স্পোর্টসহাফিজ