শনিবার (২৫ জুন) উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। যে সেতুর উদ্বোধন সামনে রেখে দুই প্রান্তের মানুষের উচ্ছ্বাস দেখার মতো। সেতু উদ্বোধন ঘিরে টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি নিয়েছে। তালিকায় যুক্ত হয়েছে বেশকিছু গান। তারমধ্যে অন্যতম একটি গান হলো ‘আমরাও পারি’।
জুলফিকার রাসেলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে মোনার্ক মার্ট নিবেদিত পদ্মা সেতুর গানটি প্রকাশিত হয়েছে। টিপু ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন গুণী তিন শিল্পী। তারা হলেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।
বিজ্ঞাপন