নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।

বুধবার সকালে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪তম, ১২৫ তম এবং ১২৬ তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী ।

প্রধানমন্ত্রী বলেন, নবীন কর্মকর্তাদের, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার কারিগর হিসেবে গবেষণার দিকে মনোযোগ দেয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা ও উৎপাদন বাড়ানোর দিকে নজর দিতে হবে।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে কর্মকর্তাদের সনদ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হয়ে দেশকে এগিয়ে নিতে বলেন প্রধানমন্ত্রী।

তৃণমূল প্রশাসনে যে কর্মকর্তারা কাজ করবেন তাদের এলাকাভিত্তিক উন্নয়নে ভূমিকা রাখতে বলেন সরকার প্রধান।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বই সংকটে রয়েছে উল্লেখ করে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

দেশের উন্নয়ননবীন কর্মকর্তারাশিয়া-ইউক্রেন যুদ্ধ