ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ব্রুক

ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য আগস্টে ১৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছিল ইংল্যান্ড। সেখানে বাদ পড়েছিলেন হ্যারি ব্রুক ও বেন ডাকেট। এবার ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির জন্য চূড়ান্ত দল দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জস বাটলারের নেতৃত্বে দলে ফিরেছেন ব্রুক।

পিঠের চোটে নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারেননি প্রাথমিক দলে থাকা জেসন রয়। খেলতে পারবেন না বিশ্বকাপেও। তার জায়গায় হ্যারি ব্রুককে অন্তর্ভূক্ত করেছে ইসিবি। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন।

ভারত বিশ্বকাপের জন্য রোববার দেয়া ১৫ সদস্যের দলে ছয় পেসার নিয়েছে ইংল্যান্ড, যার মধ্যে চারজনই পেস বোলিং অলরাউন্ডার। বেন স্টোকস দলে থাকলেও তিনি বোলিং করবেন কি না, তা নিশ্চিত নয়। সর্বশেষ বিশ্বকাপে খেলা মার্ক উড, ক্রিস ওকসের সঙ্গে আছেন স্যাম কারান, রিচ টপলি ও গাস অ্যাটকিনসন। বিশ্বকাপে তাদের কেউ চোটে পড়লে শেষের দিকে জফরা আর্চার দলে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক লুক রাইট।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, রিচি টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

বিজ্ঞাপন

ইংল্যান্ডইসিবিওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাটলারবিশ্বকাপব্রুকভারতরয়লিড স্পোর্টসস্টোকস