ভারতের মাটিতে ৫ অক্টোবর শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের আগে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়লেন তারকা ব্যাটার বাবব আজম। ট্রাফিক আইন ভেঙে জরিমানা গুনতে হয়েছে পাকিস্তান অধিনায়ককে।
ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং লেনের নিয়ম না মেনে গাড়ি চালানোয় বাবরকে জরিমানা করেছে লাহোরের গুলবার্গ ট্রাফিক পুলিশ। দুটি আইন লঙ্ঘনের জন্য দুই হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় ৭৬০ টাকা।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, বাবরকে প্রথমে লেন লঙ্ঘনের জন্য থামানো হয়েছিল, পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলেন। এতে করা হয় মামলা।
চলতি মাসে আরও একবার এমন পরিস্থিতিতে পড়তে হয়েছিল ২৮ বর্ষী বাবরকে। লাহোরে লিবার্টি চকে তার গাড়ি থামিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তা। বাবরের গাড়ির নম্বরপ্লেটে নজর পড়েছিল তাদের। নিয়ম লঙ্ঘন করায় কর্মকর্তারা তাকে গাড়ির নম্বরপ্লেট পাল্টে নেয়ার পরামর্শ দিয়েছিলেন।
বিজ্ঞাপন