ভারতে হতে চলা বিশ্বকাপে পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দিতে দেরি করেছে আয়োজক দেশটি। সমর্থক-সাংবাদিকদের ভারতের ভিসা যেন দ্রুত দেয়া হয়, সেজন্য এবার আইসিসিকে অনুরোধ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদমাধ্যমে জানিয়েছে, ‘পাকিস্তানি ভক্ত-সমর্থক এবং মিডিয়ার জন্য ভিসার বিষয়টি আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে উত্থাপন করেছে পিসিবি। এক ইমেইলে পিসিবি ভিসা নীতিতে দ্রুত পদক্ষেপ নিতে আইসিসিকে অনুরোধ করেছে, যাতে মিডিয়া এবং ভক্তরা সময়মত ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারে এবং সফরকারী দলের সংবাদ সংগ্রহ ও দলকে উৎসাহ উদ্দীপনা দিতে পারে।’
আইসিসি পাকিস্তানকে ৫০ সাংবাদিকের একটি সংখ্যা ঠিক করে দিয়েছে, যেখানে আবেদন করেছে ২০৬ জনের বিশাল বহর। যারা ওই ৫০ জনের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাদের নির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক না দেয়ার কারণ জানাবে ভারতীয় কর্তৃপক্ষ। তবে সমর্থকদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটি এখনও জানতে পারছে না তারা।
‘এটি উদ্বেগজনক যে, মিডিয়া এবং ভক্তদের ভিসা নীতি সম্পর্কে এখনও অবহিত করা হয়নি। পাকিস্তান ইতিমধ্যে তাদের দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি খেলে ফেলেছে এবং ছয় দিনের মধ্যে বিশ্বকাপ প্রতিযোগিতার প্রথম ম্যাচে খেলবে। পিসিবি আশা করছে, আইসিসি এবং বিশ্বকাপ সংক্রান্ত অন্যান্য কর্তৃপক্ষ তাদের বিষয়টি দ্রুত সমাধানে চেষ্টা করবে। কারণ যারা বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করবে এবং উৎসাহ প্রদান করবে, তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে।’ পিসিবির ওই মুখপাত্র বলেছেন এভাবেই।
পাকিস্তানের একটি ভিসা সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, ভারতীয় হাইকমিশন সাংবাদিকদের কীভাবে ভিসা দেবে তার স্পষ্ট করেনি। অন্যদিকে, ভক্তদের আবেদনে খুব কমই সাড়া দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন