মোশারফ হোসেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৭ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখা।
আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহমেদ আজিজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া ও টিপু চৌধুরীর সঞ্চালনায় রাজধানী কুয়েত সিটির প্যালেস হোটেলে এই আলোচনা সভা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলী এবং ডায়মন্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।
সেসময় ছিলেন, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানে ফ্যামিলি ফোরামের সভাপতি আবদুল হাই, কুয়েতে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়াঙ্গন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন