পিএসজির একদল কট্টর সমর্থকগোষ্ঠী ব্রাজিলিয়ান তারকা নেইমার ও বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বিদায়ে প্রচণ্ড খুশি হয়েছে। শনিবার পার্ক ডে প্রিন্সেসের মাঠে লেন্সের বিপক্ষে খেলায় ও মিয়ামিতে সমর্থকরা একটি ব্যানার প্রদর্শন করে, তাতে মেসি-নেইমারকে এভাবে আক্রমণ করা হয়েছে।
৩১ বর্ষী নেইমার ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে ফরাসিদের ঘরে গিয়ে তেমন সৌরভ ছড়াতে পারেননি। অধিকাংশ সময় চোটে পড়ে সাইডবেঞ্চে সময় কাটাতে হয়েছে। ছয় বছরের সম্পর্ক ছিন্ন করে কদিন আগে সৌদি প্রো লিগের দল আল হিলালে গেছেন তিনি, সমর্থকদের মাঝে উচ্ছ্বাস সেটা নিয়েই।
শনিবার রাতে পিএসজির একদল কট্টর সমর্থক ব্যানার নিয়ে গ্যালারিতে আসে। যাতে লেখা ছিল, ‘নেইমার: অবশেষে অভদ্রের থেকে মুক্তি মিলল।’
ছয় বছরের ক্যারিয়ারে নেইমার লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে ১৭৩টি ম্যাচ খেলেছেন, করেছেন ১১৮ গোল। দীর্ঘ সময় ফ্রান্সে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেননি। সৌদির প্রো লিগের ক্লাব আল হিলালে পাড়ি জমিয়েছেন অবশেষে।
পিএসজিতে নেইমারের উদ্দেশ্যে ব্যানার দেখানো সমর্থকদের আরেকটি দল মিয়ামিতেও একই ব্যানার দেখিয়েছে। ইন্টার মিয়ামির স্টেডিয়ামের সামনে কয়েকজন সমর্থক এ ব্যানার দেখায়। তাতে লেখা ছিল, ‘মেসি: অবশেষে অভদ্রের থেকে মুক্তি মিলল।’
২০২১ সালে দুই বছরের চুক্তিতে ফ্রান্সে গেলেও লিগ শিরোপা ছাড়া অন্যকিছু জিততে পারেননি মেসি। এ মৌসুমে চলে গেছেন মিয়ামিতে।
বিজ্ঞাপন