অনাবাদী জমিতে আবাদে সরিষার চাষ বেড়েছে ২ লাখ হেক্টরের বেশি

করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অনাবাদি জমিকে চাষের আওতায় আনার আহ্বান জানিয়ে যাচ্ছেন। এরই সূত্র ধরে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও সংস্থা অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে নানা উদ্যোগ নিয়েছেন। তাদের সহায়তায় মাঠের কাজটি করে যাচ্ছেন সারা দেশের প্রান্তিক কৃষকরা। এ উদ্যোগে দেশে এবার সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টরের বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বাড়তি উৎপাদন খাদ্য নিরাপত্তা ও আমদানি খরচ কমাতে রাখবে বড়ো ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনারাশিয়া-ইউক্রেন যুদ্ধসরিষা চাষ