মুজিবনগর সরকার: বাংলাদেশের এক উজ্জ্বল অধ্যায়

মুজিবনগর সরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায়ের জন্য মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামেই বেশ পরিচিত। একে কেউ বলেন প্রবাসী সরকার, কেউ বলেন অস্থায়ী সরকার, আবার কেউবা বলেন বিপ্লবী সরকার।

প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের প্রথম সরকার। বাংলার শোষিত, নিপীড়িত ও নির্যাতিত জনতার মুক্তির আকাঙ্ক্ষাকে সঠিক খাতে প্রবাহিত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমর্থনের মাধ্যমে স্বাধীনতা অর্জনই ছিল মুজিবনগর সরকারের স্মরণীয় সাফল্য। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশমাতৃকার সম্মান রক্ষায় মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার সূর্যসন্তানেরা।

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলেও শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল, বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে। এ সরকারের রাষ্ট্রপতি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকার পরিচিত হয় মুজিবনগর সরকার নামে। সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি (অস্থায়ী রাষ্ট্রপতি) এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় ।

বিজ্ঞাপন

ঐতিহাসিক ১০ এপ্রিলবৈদ্যনাথতলামুজিবনগর সরকারমেহেরপুর