নরসিংদীর রায়পুরার একটি বেসরকারি বিদ্যালয়ে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারের কিছু অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার পলাশতলী বাজার এলাকায় বেসরকারি কে.এস.এ পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলের শিক্ষক, শিক্ষাথী ও স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে স্থায়ী শহীদ মিনার না থাকায় শহীদদের স্মরণ করতে কলাগাছ দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হয় শহীদ মিনার।
বিজ্ঞাপন