রানচাকা সচল রেখেছেন শান্ত, আটকাতে মরিয়া কুমিল্লা

শুরুতেই দুই উইকেট হারানোর ধাক্কা ইনফর্ম নাজমুল হোসেন শান্তর ব্যাটে সামলে নিচ্ছে সিলেট, ক্রিজে তার সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৮-এর কাছাকাছি রানরেটে এগোচ্ছে স্ট্রাইকার্সরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে ৪২ রান তোলা সিলেট ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রানে পৌঁছেছে। শান্ত ৩৬ বলে ৪৯ ও মুশফিক ১৭ বলে ২২ রানে উইকেটে আছেন।

বৃহস্পতিবার বিপিএলের নবম আসরের ফাইনালে শুরুটা দুর্দান্ত করে সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারেই ১৮ রান তুলে নেয়। টস জিতে মাশরাফীদের ব্যাটিংয়ে পাঠিয়ে হয়ত ভাবনাতেই পড়ে গিয়েছিলেন ইমরুল। কুমিল্লা অধিনায়ককে পরে দ্রুতই ২ উইকেট এনে দেন তানভীর ও রাসেল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওভারে দুই ওভার-থ্রোয়ের দুই চার ও শান্তর ব্যাটে আসা দুই চারে ১৮ রান তুলে শুরু করে সিলেট। দ্বিতীয় ওভারের প্রথম বলে এসে ধাক্কা খায় স্ট্রাইকার্সরা। ইনফর্ম তৌহিদ হৃদয়কে রানের খাতা খোলার আগেই বোল্ড করে দেন কুমিল্লার তানভীর।

ওয়ান ডাউনে ব্যাটিংয়ে এসে চমকে দিয়েছিলেন মাশরাফী। অধিনায়ক বেশিক্ষণ টিকতে পারেননি। ১ রান করে রাসেলের বলে ইমরুলের তালুবন্দি হন।

বিজ্ঞাপন

কুমিল্লা ভিক্টোরিয়ান্সফাইনালবাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল-২০২৩মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামলিড স্পোর্টসসিলেট স্ট্রাইকার্স