বাংলাদেশের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে উইকেট হারানোর চাপ সামলে ভালোই ছুটছিল ইংল্যান্ড। রানের চাকা সচল রেখে বড় জুটি আনেন ডেভিড মালান ও জস বাটলার। দুজনকেই সাজঘরে ফিরিয়ে সফরকারীদের উপর আবারও ছড়ি ঘোরাতে শুরু করেছে টিম টাইগার্স।
শের-ই-বাংলা স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে ইংল্যান্ড। মঈন আলী ৪ বলে ২ রানে এবং বেন ডাকেট ৭ বলে ৬ রানে ক্রিজে আছেন।
ফিফটি তোলা মালানকে লিটনের গ্লাভসে জমিয়ে ফিরিয়েছেন মোস্তাফিজ। ৪৭ বলে ৫৩ রানে ফেরেন তিনি, ৬ চার ও ২ ছয়ের ইনিংস সাজিয়ে। মালানের সঙ্গে ৯৫ রানের জুটি গড়া অধিনায়ক বাটলার ফেরেন ৩১ বলে ৪০ রানে। মিরাজের দুর্দান্ত এক থ্রোয়ে রানআউট হন।
শুরুতে টি-টুয়েন্টিতে অভিষেক ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলেছেন স্পিনার তানভীর ইসলাম। প্রথম বলে ডেভিড মালান বাউন্ডারি হাঁকালেও তৃতীয় বলে ফিল সল্টকে ফেরান তানভীর। শূন্য রান করে আউট হন এ ওপেনার।
দ্বিতীয় ওভারে মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। রিভিউ নিয়ে জীবন ফিরে পান মালান।
এর আগে বাংলাদেশ সফরে প্রথমবার টস জিতে আগে বোলিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটে নেমে লিটন-শান্ততে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। রনি তালুকদার ও লিটন ওপেনিং জুটিতে ছাড়ান ফিফটি। তিনে নেমে ঝড় তোলেন নাজমুল হোসেন শান্ত।
ইংলিশদের ছন্নছাড়া ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়ায় বড় সংগ্রহের আশা জাগায় বাংলাদেশ। স্লগ ওভারে রান তোলার গতি কমে আসে যদিও। ১২.২ ওভারে এক উইকেট হারিয়ে একশ ছোঁয়া স্বাগতিকরা শেষের ৪৬ বলে একটি উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৫৮ রান। শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান।
২০ ওভারে ২ উইকেট হারিয়ে টিম টাইগার্স তুলেছে ১৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭, সাকিব আল হাসান ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
বিজ্ঞাপন