করদাতার মোট আয় করযোগ্য না হলেও বিশেষ সেবা গ্রহণে ন্যূনতম দুই হাজার টাকা দিতে হবে না। অর্থ বিলে এ-সংক্রান্ত যে প্রস্তাব অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এনেছিলেন, তা প্রত্যাহার করেছেন তিনি।
এটিসহ কিছু সংশোধন প্রস্তাব গ্রহণ করলে রোববার বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতিতে পাস হয়েছে। কলমের ওপর কর বাড়ানোর প্রস্তাবসহ আরও কিছু ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে।
গত ১ জুন জাতীয় সংসদে অর্থ বিল ২০২৩ উত্থাপন করেছিলেন অর্থমন্ত্রী। সংসদ এ বিল অনুমোদন করায় আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। বিলের তপশিল দুইয়ে ৪৩ ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে করযোগ্য আয় না থাকলেও ন্যূনতম দুই হাজার টাকা কর আরোপের প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী।
বিজ্ঞাপন