মেসির সঙ্গে সুয়ারেজকে মিয়ামিতে দেখা ‘অসম্ভব’

সাবেক ক্লাব সতীর্থ বার্সেলোনা সময়কার ‘এমএসএন’ জুটির একজন লুইস সুয়ারেজও যোগ দিচ্ছেন লিওনেল মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে, এমন খবর বাতাসে উড়লেও উরুগুয়ে স্ট্রাইকার জানিয়ে দিলেন- মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাবে দেখা হচ্ছে না তার।

দুদিন আগে মেসি নিশ্চিত করেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন। আগামী মাসের শুরুতে ক্লাবটির সঙ্গে চুক্তি সারবেন ৩৫ বর্ষী মহাতারকা। তারপরই আলোচনায় আসে মেসির ঘনিষ্ঠ বন্ধু সুয়ারেজের নামও।

ছয় মৌসুম একসঙ্গে ন্যু ক্যাম্প মাতিয়েছেন মেসি-সুয়ারেজ, জুটিতে ছিলেন নেইমারও। বার্সার হয়ে চারটি করে লা লিগা ও কোপা ডেল রে, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছেন দুবন্ধু।

গত মৌসুমে ইউরোপ ছাড়ার পর আলোচনা শুরু হয়েছিল সুয়ারেজ যোগ দেবেন মিয়ামিতে। এবারের মৌসুমের সবচেয়ে আকর্ষণীয় দলবদল, মেসির মিয়ামি সিদ্ধান্তের পর আবারও সেই আলোচনার পালে নতুন হাওয়া লাগে। গত মৌসুমে ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন ৩৬ বর্ষী সুয়ারেজ।

উরুগুয়ের এক পত্রিকায় সাক্ষাৎকারে ৩৬ বর্ষী সুয়ারেজ জানিয়েছেন, মিয়ামিতে যোগ দেয়ার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি। তাছাড়া ব্রাজিলের ক্লাবটিতে এখনও ১৮ মাস বাকি আছে চুক্তির।

‘এটি মিথ্যা এবং অসম্ভব। আমি গ্রেমিওতে খুব খুশি আছি। ক্লাবটির সঙ্গে আমার ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে।’

সুয়ারেজ মিয়ামিতে না গেলেও মেসির আরেক সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ইন্টার মিয়ামির সঙ্গে আলোচনা করেছেন। গতমাসেই বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক বিদায় নেন এ তারকা। সৌদি আরবের ক্লাব আল নাসের ও আল হিলালের সঙ্গেও আলোচনা চলছে তার।

বিজ্ঞাপন

বার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ