বিশ্বকাপ জয়ের জন্য মেসিকে ‘সম্মান’ দেখায়নি পিএসজি

পিএসজিতে লিওনেল মেসি সময়টা একদমই ভালো কাটেনি। আগে নিজের মুখে এমনটা কখনো না বললেও এবার ফরাসি ক্লাবটি নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বজয়ী মহাতারকা। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের কারণেই পিএসজিতে থেকে পর্যাপ্ত সম্মান পাননি বলে মনে করেন কিংবদন্তি ফুটবলার।

২০২২ সালের ১৮ ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেন মেসি। ম্যাচে দুটি গোলও করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতে তৃতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয় ফ্রান্স। অন্যদিকে, নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ইউটিউব চ্যানেল ওলগার সঙ্গে সাক্ষাৎকারে মেসি জানান, বিশ্বকাপ জয়ের পর বিশ্বজয়ী খেলোয়াড়দের নিজ নিজ ক্লাব থেকে পর্যাপ্ত সম্মান দিলেও পিএসজিতে তাকে তেমন কিছুই দেয়নি। ৩৬ বর্ষী তারকা বলেছেন, ‘আমি ২৫ জনের মধ্যে একমাত্র খেলোয়াড় যে বিশ্বকাপের পর ক্লাবের কাছে কোনো স্বীকৃতি পাইনি। এই বিষয়টা আমি অবশ্য আগেই বুঝতে পেরেছিলাম। আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি।’

বার্সেলোনার আর্থিক দুরাবস্থার জেরে ২০২০ সালের পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। সেখানে উগ্র-সমর্থকদের একটি অংশ মাঠে একাধিকবার তাকে দুয়ো দিয়েছিল। শেষ দিকে ক্লাবের পক্ষ থেকেও মেসির প্রতি ছিল না কোনো সৌহার্দ্যপূর্ণ আচরণ। দুই বছরের চুক্তির সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও মেসির সঙ্গে প্যারিসের ক্লাবটি চুক্তি বাড়ায়নি। তবু ফরাসি ক্লাবটিতে মেসি থেকে যেতে চেয়েছিলেন।

এ প্রসঙ্গে ৩৬ বর্ষী এলএম টেন বলেন, ‘অনেকটা এরকমই হয়েছে। আমি যা আশা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। তবে আমি সব সময়ই বলে থাকি, যেকোনো কিছু কোনো না কোনো কারণেই ঘটে থাকে। যদি সেখানে ভালো না থাকি, সেটার কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন। সবকিছুর মধ্যে একটি ভালো দিক হল, আমি সেখানে থেকেই বিশ্বকাপ জিতেছিলাম।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনাপিএসজিবিশ্বকাপমিয়ামিমেসিলিড স্পোর্টস