প্যারিসে এ মৌসুম আমি উপভোগ করেছি: মেসি

প্যারিস সেইন্ট জার্মেইনে এ মৌসুম উপভোগ করেছেন লিওনেল মেসি। শনিবার রাতে ক্লারেমন্টের বিপক্ষে ফরাসি ক্লাবটির হয়ে মৌসুম ও নিজের শেষ ম্যাচ খেলে এমন বলেছেন মহাতারকা।

খেলা শেষে পার্ক ডে প্রিন্সেসের ওয়েবসাইটে সাক্ষাৎকারে মেসি জানান, ‘ক্লাব, প্যারিস শহর এবং মানুষদের এ দুই বছরের জন্য ধন্যবাদ। সকলের সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

প্যারিসে দুটি মৌসুম কেমন কাটল? জানাতে গিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘হ্যাঁ, আমার সত্যিই অনেক ভালো লেগেছে। প্রথম বছর, প্যারিসে বিভিন্ন কারণে নিজেকে খাপ খাওয়াতে একটু সমস্যা হয়েছে, কিন্তু এ মৌসুম অনেক আশা নিয়ে, অন্যভাবে শুরু করেছিলাম। ক্লাবের সাথে, শহরের সাথে, প্যারিস বলতে যা বোঝায়, তার সাথে আমি আরও স্বাচ্ছন্দ্যবোধ করি। সত্য বলতে আমি এ মৌসুম সত্যিই উপভোগ করেছি।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী এলএম-১০ বিদায়ী ম্যাচে তিন সন্তানকে নিয়ে মাঠে নামেন। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ম্যাচ। ঘরের মাঠে লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলের ৩-২ গোলের পরাজয়ে কিছু দর্শক দুয়োধ্বনি দিয়েছে কাতার বিশ্বকাপজয়ীকে।

মেসি দুই মৌসুমে মোট ৭৫ বার মাঠে নেমেছেন পিএসজির হয়ে, করেছেন ৩২ গোল।

ম্যাচে প্যারিসের দলটির কারো জার্সির পেছনে ছিল না নিজের নাম। সবার জার্সিতে লেখা ছিল দুর্ঘটনায় গুরুতর চোট পাওয়া স্প্যানিশ গোলরক্ষক সার্জিও রিকোর নাম ও জার্সির ১৬ নাম্বার।

আর্জেন্টিনাকাতার বিশ্বকাপক্লারেমন্টপার্ক ডে প্রিন্সেসপিএসজিমেসিরিকোলিড স্পোর্টসস্পেন