লিগ ওয়ানের শিরোপা জেতার পর খেলোয়াড়দের সম্মানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। সে সময় বার্সেলোনায় যান আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে বিখ্যাত মিউজিক ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট উপভোগ করেন ৩৫ বর্ষী মহাতারকা ফরোয়ার্ড।
সংবাদমাধ্যমের খরব, লিগ ওয়ান শিরোপা জেতার পর মেসির সব সতীর্থরা লিগ ওয়ান, লিগ-২ এবং মেয়েদের প্রথম ডিভিশন ডি-১ এর সম্মানে আয়োজিত বার্ষিক ইউএনএফএম অনুষ্ঠানে যান। কিন্তু এলএম-১০ ফ্রান্সের লিগ ওয়ান সেরাদের অনুষ্ঠানে যাননি।
শনিবার লিগ ওয়ানের দল স্ট্রাসবার্গের বিপক্ষে পিএসজি ১-১ গোলে ড্র করে। দুই বছরের চুক্তিতে ফ্রান্সে খেলতে আসা মেসির ওই ম্যাচের গোলের মাধ্যমে টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জেতে ফরাসি জায়ান্টরা। এরপরই তিনি বার্সেলোনায় চলে যান কনসার্ট উপভোগ করতে।
কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে লিগ ওয়ানে নিয়মিতই দুয়োধ্বনি ও সমালোচনার শিকার হচ্ছেন মেসি। মৌসুম শেষে পার্ক ডে প্রিন্সেসের ক্লাবে চুক্তিও না বাড়ানোর বিষয়টিও নিশ্চিত ফুটবলের এই মহাতারকার।
বিজ্ঞাপন