২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেসিদের কোচ স্কালোনি

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের পর চাকরি হারান হোর্হে সাম্পাওলি। এরপর থেকে আকাশী-নীলদের ডাগআউটে বস হয়ে আছেন লিওনেল স্কালোনি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেসি-ডি মারিয়াদের দায়িত্ব বাড়ল ৪৪ বর্ষী আর্জেন্টাইনের।

স্কালোনির সঙ্গে বোর্ডের চুক্তি ২৬ সালের জুন পর্যন্ত বাড়ানোর খবর মঙ্গলবার জানিয়েছেন আলবিসেলেস্তেদের বোর্ড প্রেসিডেন্ট ক্লদিয়ে তাপিয়ে। বলেছেন, ‘জানাতে গর্ব বোধ করছি আমরা ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে কোচ পদে নিশ্চিত করতে পেরেছি।’

মেসিদের বসের চাকরির মেয়াদ এমন সময়ে বাড়ল যখন শিষ্যরা ৩৫ ম্যাচ যাবত অপরাজিত। স্কালোনির দল সবশেষ হার দেখেছে ২০১৯ সালের ২ জুলাই, কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেছিল আলবিসেলেস্তেরা। গত চার বছরে অনেক সাফল্য আনা কোচ কোপা আমেরিকা দিয়ে ঘুচিয়েছেন প্রায় ৩০ বছর ধরে চলা আর্জেন্টিনার শিরোপা খরাও।

আর্জেন্টিনাকোপা আমেরিকাডি মারিয়াব্রাজিলমেসিস্কালোনি