জীবনসঙ্গীর প্রশংসা করে কন্যা সন্তান প্রত্যাশা মেসির

ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছেন লিওনেল মেসি। ফুটবল থেকে নতুন করে আর চাওয়ার কিছু নেই কিংবদন্তির। বিশ্বকাপ জয়ের পর সেটা একাধিকবার বলেছেন। ক্যারিয়ারের বাইরে মনের এক সুপ্ত বাসনার কথাও এবার জানিয়ে দিলেন বিশ্বজয়ী। কন্যা সন্তানের বাবা হতে চান ৩৬ বর্ষী মহাতারকা।

আর্জেন্টাইন এক ইউটিউব চ্যানেল ওলগায় সাক্ষাৎকারে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোর প্রশংসা করে মেসি বলেছেন, ‘আন্তো একজন ভালো মা। হ্যাঁ, আমি তার প্রশংসা করি। সে ২৪ ঘণ্টা বাচ্চাদের সঙ্গে সময় কাটায়। খেলাধুলা, ভ্রমণ, প্রি-সিজন বা জাতীয় দলের জন্য খেলতে আমরা অনেক সময় দূরে থাকি।’

রোকুজ্জোর সঙ্গে মেসির সম্পর্কটা অনেকদিনের। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। বিয়ের আগে দুটি ও বিয়ের পরে এক সন্তান আসে তারকা দম্পতির ঘরে। মেসি এবং আন্তোনেল্লার তিন পুত্র সন্তানের মধ্যে ১০ বর্ষী থিয়াগো ইতিমধ্যেই যোগ দিয়েছেন ইন্টার মিয়ামির একাডেমিতে। অন্য দুই ছেলে ৭ বর্ষী মাতেও ও ৫ বর্ষী সিরো।

এবার চতুর্থ সন্তানের অপেক্ষায় আছেন মেসি দম্পতি। বলেছেন, ‘আমরা আরও একটি সন্তান চাই। দেখি মেয়ে সন্তান পাই কিনা।’

‘আমি মনে করি আমি একজন ভালো বাবা। আমার বাচ্চাদের কাছে সেই মূল্যবোধগুলো দেয়ার চেষ্টা করি, যা ছোটবেলায় আমাকে বার্সা শিখিয়েছে। আমি যে ক্লাবে বড় হয়েছি, বার্সার সেই পন্থা অনুসরণ করি। বার্সার মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনাবার্সেলোনামেসিলিড স্পোর্টস