মেসির ৮০০ গোলের ম্যাচে জিতল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের পর প্রথম কোনো ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। তিন তারকাখচিত জার্সি পরে খেলতে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একচেটিয়া প্রাধান্য দেখিয়েও গোল পেতে দীর্ঘ সময় ধরে তাদের অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত লিওনেল মেসির মাইলফলকে পা দেয়ার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে এল মনুমেন্টাল স্টেডিয়ামে হওয়া ম্যাচে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মালিক হন মেসি। জাতীয় দলের হয়ে আর মাত্র একটি গোল করলেই এলএম টেন গোলের সেঞ্চুরি পূরণ হবে।

গোটা খেলায় আর্জেন্টিনা ৭৪ শতাংশ সময় বল দখলে রাখে। ২৬টি শটের ভেতর নয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল। র‍্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা পানামা দুটির বেশি শট নিতে পারেনি, লক্ষ্য বরাবর একটিও ছিল না।

একের পর এক আক্রমণ গড়ে গেলেও আর্জেন্টিনাকে গোলের দেখা পেতে ৭৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। লেয়ান্দ্রো পেরেদেসের পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন থিয়াগো আলমাদা।

৮৯ মিনিটে মাইলফলক ছোঁয়া সেই গোলটি করেন মেসি। বাঁ পায়ে তার নেয়া দারুণ ফ্রি কিক জালের ঠিকানা খুঁজে পায়। ৮০ হাজারেরও বেশি দর্শকের চিৎকারে প্রকম্পিত হয় স্টেডিয়াম।

আগামী ২৮ মার্চ কিসারাওয়ের বিপক্ষে পরের প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের আর্জেন্টিনার জার্সিতে মেসির গোলের সেঞ্চুরি দেখার অপেক্ষায় তার ভক্তরা।

আর্জেন্টিনাপানামাপ্রীতি ম্যাচমেসিলিড স্পোর্টস