মেসিকে ‘রোনালদোর বেতনের বেশি’ দিতে প্রস্তুত আল হিলাল

প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি গ্রীষ্ম মৌসুমের শেষে। ফরাসি ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করবেন নাকি অন্যকোন ক্লাবে যাবেন বিশ্বজয়ী মহাতারকা তা নিয়ে আলোচনার শেষ নেই। এমন বাস্তবতায় সৌদি আরবের ক্লাব হিলাল মেসিকে দলে টানতে চায়। সেটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসেরে পাওয়া বেতনের চেয়ে বেশিতে।

মেসি যদি ফ্রান্স ছাড়েনই, সম্ভাব্য গন্তব্য হিসেবে শুরুতেই নাম আসছে সাবেক ক্লাব বার্সেলোনার। এরপরই আসছে সৌদি ক্লাব আল হিলাল এবং মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামির নাম। সবকিছু ছাপিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলে সবচেয়ে বেশি বেতনে মেসিকে নিতে আগ্রহ প্রকাশ করেছে আল হিলাল।

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে গেছেন সিআর সেভেন। বছরে ২০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ১১৬ কোটি টাকার বেশি বেতনে আড়াই বছরের চুক্তি হয়েছে ৩৮ বর্ষী রোনালদোর সঙ্গে। ২০২৫ পর্যন্ত চুক্তি করতে রাজি থাকলে মেসির জন্য সেখানে ৪০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আল হিলাল।

লে’কিপের প্রতিবেদন, কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে সৌদি আরবে আনতে খুব করে চাচ্ছে প্রো লিগের ক্লাব আল হিলাল। ইতিমধ্যেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনাও করেছে ক্লাবটি।

বিজ্ঞাপন

আল হিলালআল-নাসেরমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ