এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনায় অনেকে হতাহত

মুন্সিগঞ্জের সিরাজদীখানে ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ বাসযাত্রী।

বুধবার ৬ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-মাওয় এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোসা হাসিনা বেগম (৪২) নামের এক বাসযাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন- চট্রগ্রাম জেলার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২) অন্তত ১২ জন আহত। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি বাস কুয়াকাটা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রামের খোলা এলাকায় ফ্লাইভারের উপর ঢাকাগামী দাঁড়িয়ে থাকা মালবাহি একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিং এর সাথে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এসময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় প্রায় ১২ বাস যাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহি ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। এদিকে পিছন থেকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনা