‘বড় ব্যানার নয়, আমার কাছে নির্মাতা ও লেখকই প্রধান’

ছোট ব্যানারে স্বাধীন ছবি নির্মাণের পক্ষে মনোজ বাজপেয়ী

অভিনেতা মনোজ বাজপেয়ী মনে করেন, ফিল্ম ইন্ডাস্ট্রির এই দুর্দিনের সময়ে ছোট বাজেটের ছবিগুলোই বেশি ভালো করছে।

ছোট ব্যানারে স্বাধীন ছবি নির্মাণের পক্ষে মনোজ। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘ছোট ব্যানারই ভালো করছে। বড় ম্যানার মানেই ভালো কনটেন্ট, এমন তো নয়। আমার কাছে নির্মাতা ও লেখকই প্রধান।’

কোনো চলচ্চিত্র উৎসবে সিনেমা যাওয়া নতুন বিষয় নয় মনোজের জন্য। তার পরবর্তী ছবি ‘জোরাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৫২ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম-এ।

এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘শুনতে অহংকারী মনে হলেও ফেস্টিভ্যাল হলো ভালো কাজের উচ্ছিষ্ট। কাজের সময় ফেস্টিভ্যালের বিষয়টি মাথায় না রেখে নিজের সবটুকু দিয়ে অভিনয় করতে হবে। এরপর এসব বিষয় আসে যেগুলো নিয়ে আমি খুব একটা ভাবি না। আমি ফেস্টিভ্যাল উপভোগ করি কিন্তু কোনো প্রত্যাশা রাখি না। শুধু ভালো অভিজ্ঞতা অর্জন করি।’

শেষবার ‘ডায়াল ১০০’ ছবিতে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। জোরাম ছাড়াও অভিনেতাকে দেখা যাবে বন্দা, ডেসপ্যাচ ও গুলমোহর সিনেমায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

ফেস্টিভালবলিউডমনোজ বাজপেয়ীসিনেমা