ম্যানসিটির তিনে তিন

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুর দিকে খুব একটা আলো ছড়াতে পারেননি আর্লিং হালান্ড। পেনাল্টি মিসের পাশাপাশি একের পর এক সুযোগ হাতছাড়া করে ছিলেন মন্থর। অবশ্য ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার সিটিকে লিড এনে দেন নরওয়ে তারকা। শেফিল্ড সমতায় ফেরায় পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল সিটির। শেষ মুহুর্তে গোল করে সিটিজেনদের তিন পয়েন্ট আদায় করে নেন রদ্রি।

রোববার শেফিল্ড ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। শিরোপা ধরে রাখার অভিযানে চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিলো জায়ান্ট ক্লাবটি। ২০১৬-১৭ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে জয়ের স্বাদ পেল সিটিজেন বাহিনী। পিঠে অস্ত্রোপচারের কারণে এদিন ডাগআউটে ছিলেন না কোচ পেপ গার্দিওলা।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল সিটির। ম্যাচের শুরু থেকেই মেলে গোল আদায়ের সুযোগ। হালান্ড বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার কারণে মেলেনি জালের দেখা। ২০ মিনিটে শেফিল্ডের জালে বল পাঠান নাথান আকে। অফসাইডে গোলবঞ্চিত হয় অতিথি দল।

৩৭ মিনিটে পেনাল্টি পায় সিটি। জুলিয়ান আলভারেজের বাড়ানো ক্রসে বক্সে শেফিল্ড ডিফেন্ডার জন ইগানের হাতে বল লাগে। পেনাল্টিতে গোল আদায়ে ব্যর্থ হন হালান্ড। গোলবারে বল মারেন তারকা ফরোয়ার্ড। পরে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আরেকবার সিটিজেনদের হতাশ করেন হালান্ড। গোলপোস্টের কাছে থেকে শট নিয়েও লক্ষ্য ঠিক রাখতে পারেননি। পোস্ট ঘেঁষে বের হয়ে যায় বল। ৬৩ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি হালান্ড। জ্যাক গ্রিলিশের দারুণ ক্রসে লাফিয়ে হেডে বল জালে পাঠান।

৭১তম মিনিটে আবার শেফিল্ডের জালে বল পাঠান হালান্ড। অফসাইডের কারণে বাতিল হয়। ৮৫ মিনিটে সমতায় ফেরে শেফিল্ড। বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে গোল করেন জেডেন বোগলে।

তিন মিনিট পর অবশ্য লিড পুনরুদ্ধার করে সিটি। বক্সে জটলার ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন রদ্রি। আসে জয়।

বিজ্ঞাপন

আলভারেজগ্রিলিশপ্রিমিয়ার লিগম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসহালান্ড