২৬ জনের ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ

হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই শুরু হল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি ক্যাম্প। শুরুতে টেস্ট। তারপর বিরতি দিয়ে কোরবানির ঈদের পর মাঠে গড়াবে ওয়ানডে ও টি-টুয়েন্টি। বিশ্বকাপের বছরে প্রস্তুতি ক্যাম্পে ২৬ খেলোয়াড়ের তালিকা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটের দলই ঘোষণা করেনি। ২৬ জন খেলোয়াড়ের নামও প্রকাশ করেনি। তবে নিশ্চিত হওয়া গেছে লম্বা তালিকায়ও নেই মাহমুদউল্লাহ। বিশ্বকাপের বছরে প্রি-সিরিজের ক্যাম্পে না থাকার মানেটা বোঝা পানির মতোই পরিষ্কার, নির্বাচকদের ওয়ানডে বিশ্বকাপ ভাবনাতেও হয়ত নেই এ অলরাউন্ডার!

সোমবার অনুশীলনের ফাঁকে দলের ম্যানেজার নাফিস ইকবাল বললেন, ‘প্রি-সিরিজ ক্যাম্পে যা হয়, সাধারণত একটা সিরিজের আগে যদি সময় থাকে, তখন আমরা এমন একটা ক্যাম্প করি। এরপর যখন যে সংস্করণে খেলা হয়, তখন সে সংস্করণটাকে গুরুত্ব দিয়ে এগোতে হয়।’

‘আমাদের এখন ২৬ জনের দল দেয়া হয়েছে। এরমধ্যে ৫ জন ‘এ’ দলে আছে। বাকিরা এখানে আছে। কারণ, ‘এ’ দলের খেলা আছে। ৩ তারিখে (জুনের) খেলা শেষ হলে দু-একদিন বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। তখন আমাদের সবাই একসঙ্গে অনুশীলন করবে। দল ঘোষণা হলে ফরম্যাট অনুযায়ী আলাদা হয়ে যাবে।’

এত ক্রিকেটারের ভিড়ে মাহমুদউল্লাহর না থাকার কারণ জানতে চাইলে নাফিসের জবাব, ‘এই প্রশ্নটা মনে হয় না আমার জন্য। এটা নির্বাচকদের ব্যাপার।’

টেস্ট থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ এখন শুধু সাদা বলের ক্রিকেটে খেলে থাকেন। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর থেকে ওয়ানডে দলে নেই তিনি। বিসিবি যদিও তাকে বিশ্রামে পাঠানোর কথা বলেছিল। গতবছর এশিয়া কাপের পর টুয়েন্টি দল থেকেও বাদ পড়েন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজক্যাম্পবিশ্বকাপ দলমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস