ঋণ নিতে ট্যাক্স রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

ব্যাংকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে রিটার্ন দাখিলের প্রমানপত্র জমা দিতে হবে না। এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেয়া বাধ্যতামূলক করা হয়। এতে বলা হয়, ৫ লাখ টাকার ব্যাংক ঋণ পেতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। এ বিধানের ফলে ব্যাংক খাতে ঋণ বিতরণে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

রোববার এ বিধান সংশোধন করল এনবিআর। এছাড়া শিক্ষার্থী কোটায় ক্রেডিট নেয়ায় রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমার শর্ত শিথিল করা হয়েছে। কেউ শিক্ষার্থী কোটায় দুই লাখ টাকা সীমায় ক্রেডিট কার্ড নিলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না।

আয়করঋণক্রেডিট কার্ডট্যাক্সব্যাংক ঋণ