চ্যানেল আই প্রাঙ্গণে রং তুলিতে মুক্তিযুদ্ধ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতোই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরতে চ্যানেল আই প্রাঙ্গণে হয়েছে রং তুলিতে মুক্তিযুদ্ধ। বরেণ্য চিত্রশিল্পী এবং তরুণ চিত্রশিল্পীরা তুলির আঁচরে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ১৭তম এই আসরের সহযোগী নিবেদক ঐক্য ডট কম ডট বিডি।

বিজ্ঞাপন

অগ্নিঝরা মার্চ ২০২৩চিত্রশিল্পীচ্যানেল আই প্রাঙ্গণবঙ্গবন্ধুমুক্তিযুদ্ধ