বার্সার পেছনে লাগবেন না: লাপোর্তা

দুঃসময় পেছনে ফেলে নতুন শুরুর আশায় একের পর এক ফুটবলার দলে টানছে বার্সা। ফুটবলাররাও অন্যসব ক্লাবকে একপাশে রেখে বার্সায় আসার পথই ধরছে। তাতে কপাল পুড়ছে অনেকের। কথা উঠেছে, অর্থনৈতিক দীনতা বলে বেড়ানো বার্সা কোথায় পাচ্ছে এত টাকা। যা ভেবে ভ্রু কোঁচকানো ছাড়া উপায় পাচ্ছিল না বায়ার্ন ও চেলসি। তাদের কথার শক্ত জবাব দিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।

কদিন আগে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় সংসার পেতেছেন পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। কোনো কিছুতেই লেভার মনে পুষে রাখা বরফ গলাতে পারেনি বায়ার্ন। সুযোগে কেনা দাম ৫০ মিলিয়ন ইউরোতেই ছাড়তে হয়েছে দলের সেরা তারকাকে। সে কারণে কিনা বার্সা নিয়ে উচ্চকণ্ঠ জার্মান ক্লাবটি। যার জবাব দিতে সময় নেননি লাপোর্তা।

‘আমি বায়ার্ন মিউনিখকে বলব নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। লেভান্ডোভস্কির স্থানান্তরে প্রচুর অর্থ পেয়েছেন। সবাইকে সম্মান করি আমরা, কখনও অন্যের আর্থিক ক্ষেত্রে হস্তক্ষেপ করি না।’

দলবদলে সরব বার্সাকে দেখে চোখ কপালে উঠেছে অনেক ক্লাবেরই। সুযোগ পেলেই বার্সার সমালোচনায় মেতে উঠছে বেশকিছু ক্লাব। তাদের বার্সা সম্পর্কে জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বলেই মনে করেন লাপোর্তা।

‘তারা বার্সার শক্তি ও নতুন বোর্ডের দক্ষতা পরিমাপ করতে পারেনি। এটি জ্ঞানের অভাব, আমাদের ক্লাব সম্পর্কে তথ্যের অভাব। আমরা ইতিমধ্যেই আমাদের পুরনো পাতা উল্টে ফেলেছি। বার্সার ১২০ বছরেরও বেশি ইতিহাস ও অনেক মূল্যবান সম্পদ রয়েছে। অন্য ক্লাবের সম্পদের তুলনায় যার একটির মূল্যও অনেকবেশি।’

ফুটবলার দলে টানতে বিশাল এই ব্যয়ের একটা বড় অংশের যোগান এসেছে টিভি সম্প্রচার সত্ত্ব বিক্রি করে। নতুন করে দল গড়ে পুরনো রূপে ফিরতে চাচ্ছে বার্সা। মাঠের খেলায় যার ছাপ রাখতে মুখিয়ে দলটি, লাপোর্তা খোলাসা করেছেন সেটিও।

‘৫০ নয়, ২৫ বছরের সম্প্রচার সত্ত্ব বিক্রি করে ৬৬৭ মিলিয়ন ইউরো পেয়েছি, আপনারা কি বুঝতে পেরেছেন? সুতরাং আমরা ভালো কাজ করেছি। এটা করতে চাইতাম না, তবে এটা আমাকে করতে হয়েছে কারণ এর প্রয়োজন ছিল। বার্সা সমর্থকদের চাহিদা অন্য ক্লাবের থেকে অনেকবেশি। ৪০০ মিলিয়নেরও বেশি সমর্থক রয়েছে আমাদের। সবাই জানে তাদের কী করতে হবে। আমরা যেমন অন্যকারো বিষয়ে হস্তক্ষেপ করি না। তেমনি আশা করি কেউ আমাদের নিয়ে নাক গলাবে না। আমি মাঠের প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে আছি।’

বায়ার্ন মিউনিখবার্সালাপোর্তালিড স্পোর্টসলেভান্ডোভস্কি