ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এ ঘটনার জেরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে জরিমানা ও শাস্তির সম্মুখীন হয়েছিল ক্লাবটি। পরে অবশ্য শাস্তি কমাতে আপিল করেছিল ভ্যালেন্সিয়া। এরপর স্পেনের ফুটবল ফেডারেশনের আপিল কমিটির রায়ে ক্লাবটির শাস্তি কমেছে।
ভিনিসিয়াস বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনায় ভ্যালেন্সিয়ার মাঠের একটি অংশ পাঁচ ম্যাচের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ)। আপিলের পর সেই নিষেধাজ্ঞা কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া জরিমানা ৪৫ হাজার ইউরো থেকে কমিয়ে ২৭ হাজার ইউরো করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩১ লাখে।
আগামী মৌসুমে লা লিগায় টিকে থাকার লড়াইয়ে রোববার ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে ভ্যালেন্সিয়া। সেই ম্যাচে গ্যালারির নির্দিষ্ট অংশটুকু বন্ধ থাকবে।
বর্ণবাদের শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে মেজাজ হারিয়ে লাল কার্ডও দেখেছিলেন এই ব্রাজিলীয়। তবে আরএফইএফ অবশ্য সেই বিবৃতিতেই লাল কার্ড বাতিল করে।
এই ঘটনার পর ২২ বর্ষী এই ফরোয়ার্ডকে সমর্থন জানিয়েছেন অনেকেই। ক্রীড়াঙ্গন ও এর বাইরের তারকাসহ অনেক অনেক ব্রাজিলিয়ান তাকে সমর্থক জানিয়েছেন।
বিজ্ঞাপন