বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে জানুয়ারিতে। আগেভাগেই সম্পন্ন হচ্ছে দল গোছানোর কাজ। রাজধানীর একটি হোটেলে রোববার দুপুরে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।
খুলনা টাইগার্স রিটেইন করেছে নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়কে। সরাসরি চুক্তিকে তারা নিয়েছে এনামুল হক বিজয়কে।
ড্রাফট থেকে নিয়েছে আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানকে।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা সরাসরি চুক্তি করেছে এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে।
বিজ্ঞাপন