ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে ফিটনেসের দিকে মনোযোগ দিতে বলেছেন আবারও। ১১ মাস পর টেস্টে ফেরা ৩৫ বর্ষী রোহিতের ফিটনেস নিয়ে গত কয়েকসপ্তাহ ধরে বিতর্ক হচ্ছে। টিভিতে অধিনায়ককে ‘ভারী’ দেখায়, উল্লেখ করে বিরাট কোহলির ফিটনেস প্রসঙ্গ টেনেছেন ৬৪ বর্ষী সাবেক পেস-অলরাউন্ডার।
‘ফিট থাকা খুবই গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে তো আরও বেশি। এটা খুবই লজ্জার যদি ফিট না থাকেন। রোহিতের এ বিষয়ে কঠোর পরিশ্রম করা প্রয়োজন।’
‘সে অসাধারণ এক ব্যাটার, কিন্তু যখন তার ফিটনেস নিয়ে কথা আসছে, টিভিতে তাকে কিছুটা ভারী দেখাচ্ছে। হ্যাঁ, সরাসরি এবং টিভির মধ্যে কিছুটা পার্থক্য থাকে। অধিনায়ক-খেলোয়াড় হিসেবে অসাধারণ রোহিতের ফিট হওয়া প্রয়োজন। কোহলিকে দেখুন, কী অসাধারণ তার ফিটনেস!’
এরআগেও ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক কপিল আঙুলের ইনজুরিতে বাংলাদেশ সিরিজে বাদ পড়া রোহিতের শারীরিক সুস্থতা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন ফিটনেস নিয়েও।
গাভাস্কার-বোর্ডার সিরিজ দিয়ে ১১ মাস পর টেস্টে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ডানহাতি ওপেনার রোহিত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে সিরিজ জিততে হবে, এমন সমীকরণে প্রথম দুই ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থায় আছে তার দল। সবকিছু ঠিক থাকলে জুনে ওভালে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে চলেছে রোহিতের দল।
বিজ্ঞাপন