জীবনের কঠিনতম সময় পার করছেন অভিনেত্রী কাজল

‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’- শুক্রবার (৯ জুন) দুপুরে ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন বলিউড অভিনেত্রী কাজল।

ইনস্টাগ্রামে কালো ব্যাকগ্রাউন্ডের একটি পোস্টার শেয়ার করে কাজল লেখেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’ আর ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলাম।’ এর চেয়ে বেশি কিছু উল্লেখ করেননি তিনি।

কাজলের এমন বার্তায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। অনেকেই অভিনেত্রীর খারাপ সময়ে পাশে থাকার ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘ঠিক আছে অসুবিধা নেই, আপনি ফেরার জন্য সময় নিতে পারেন’।

আরেকজন লিখেছেন, ‘যেকোনো সমস্যা মোকাবিলা করার জন্য আপনি যথেষ্ঠ শক্ত মানুষ।’ ভরসা দিয়ে আরেকজন লিখেছেন, ‘আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি ধৈর্যের সঙ্গে এই প্রচেষ্টায় সফল হবেন।’

নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী কাজল। তারকা সন্তান হিসেবে বড় হলেও নিজ অভিনয় দক্ষতার জন্য দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন কাজল। ক্যারিয়ারের শুরুতে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বাজিগর’-এর মতো সিনেমা। তবে এখন আর অভিনয়ে অতটা সরব নন তিনি।

তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সালাম ভেঙ্কি’। গত বছরের ৯ ডিসেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে।

সূত্র: পিঙ্কভিলা  

বিজ্ঞাপন

অজয়অভিনেত্রীকাজলবলিউডবলিউড অভিনেত্রীশাহরুখসিনেমা