ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থাকতে না পেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না লিভারপুলের। এজন্য মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। সেটির জন্য প্রতিক্রিয়া দিয়েছেন কোচ ইয়ূর্গেন ক্লপ।
সালাহর কথাকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে জার্মান কোচ বলেছেন, ‘এটা সাধারণ ঘটনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের জগতে অনেক বাজে ঘটনা ঘটে এবং মনে করছি না এটা তার মধ্যে অন্যতম। এটা ঘটনার সাধারণ বর্ণনা এবং সে সঠিক। কিন্তু আমি এক ঘণ্টা আগেও তাকে ক্যান্টিনে দেখেছি এবং সে হাসছিল, সে অতটা খারাপ অবস্থায়ও ছিল না।’
বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাতে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগে খেলার শেষ আশাটুকু নিভে গেছে। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হচ্ছে অলরেডদের। সমান ম্যাচ খেলে চতুর্থ স্থান নিশ্চিত করা ইউনাইটেডের পয়েন্ট ৭২। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ক্লপের দল।
২০১৭ সালে সালাহ যোগ দেয়ার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না দলটি। এজন্য আক্ষেপ নিয়ে মিশরীয় তারকা লিখেছেন, ‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এর জন্য একদমই কোনো অজুহাত দেয়া চলে না।’
বিজ্ঞাপন