‘কে বললো এই সময়ে ব্রেকিং নিউজ দেয়া সম্ভব না?’- জনপ্রিয় অভিনেতা জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জীর এই ছবিটি শেয়ার করে এমন প্রশ্নই রাখলেন ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাটির জ্যেষ্ঠ সহকারী সম্পাদক শর্মিষ্ঠা ঘোষাল।
জয়া ও স্বস্তিকাকে ‘অভিনয়ের দেবী’ আখ্যা দিয়ে শর্মিষ্ঠা আরও জানান, ‘প্রথমবারের মতো অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসানকে একসঙ্গে পেলাম আমরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন ফটোশুটের জন্য।’
মূলত ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’র জন্যই প্রথমবার একসঙ্গে কোনো ফটোশুটে অংশ নিলেন জয়া ও স্বস্তিকা। শেয়ার করা ছবিতে দুজনকেই দুর্দান্ত গ্ল্যামারাস লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই কয়েক ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে গেছে ছবিটি।
শর্মিষ্ঠা জানান, আগামী ৩১ মার্চ ম্যাগাজিনটির বিশেষ সংখ্যায় তাদের এই ফটোশুটের বিস্তারিত গল্প উঠে আসবে। শুধু শর্মিষ্ঠা নন, ইনডালজ এর জন্য জয়া ও স্বস্তিকার ছবিগুলো ক্লিক করার দায়িত্বে যিনি, সেই চিত্রগ্রাহক দেবর্ষি সরকারও শেয়ার করেছেন ছবিটি। শত শত মানুষ প্রশংসা করছেন। জানাচ্ছেন তাদের মুগ্ধতার কথা।
বিজ্ঞাপন