মুক্তির ১০দিন পরেও অন্যান্য দেশের মতো বাংলাদেশে ‘জওয়ান’ নিয়ে আগ্রহ কমেনি দর্শকদের। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখায় দৈনিক রেকর্ড সংখ্যক ৫৭টি করে শো চলছে। শুধু তাই নয়, এতগুলো শো থাকার পরেও অগ্রিম টিকেট নিতে হচ্ছে। দর্শকদের মাঝে টিকেটের জন্য হাহাকার দেখা যাচ্ছে।
সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, সিনেপ্লেক্সের সব শাখায় ‘জওয়ান’ খুব ভালো চলছে। আমাদের কোনো শাখাতে আগামী ৩ দিনের টিকেট নেই। প্রথমে অল্প শো দিয়ে শুরু হলেও এখন ৫৭ টা শো চলছে। আগামী সপ্তাহে বাংলা সিনেমা মুক্তি পাবে তখন নতুন করে শো টাইম তৈরী করতে হবে। দেশীয় সিনেমার বিষয়েও আমরা মনোযোগী। দেখা যাক কী হয়। তবে মুক্তির পর থেকে ‘জওয়ান’ ভালো চলছে স্টার সিনেপ্লেক্সে।
তিনি বলেন, দৈনিক অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে। ঈদের সময় থেকে টানা প্রিয়তমা, সুড়ঙ্গ যেমন চলেছিল জওয়ান সেই ধারাবাহিকতা মুক্তির দিন থেকে বজায় রেখেছে। ভারতের সঙ্গে একসঙ্গে রিলিজ করা গেছে বলে এতো দর্শক চাপ বিরাজ করছে। সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চে ঈদের ছবিগুলোর মতো চলছে।
বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতে একইদিনে মুক্তি পেয়েছে। গত এক সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটি ৮০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘জওয়ান’ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
বাংলাদেশের ৪৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দ্বিতীয় সপ্তাহেও চলছে জওয়ান। শাহরুখ খানের বিপরীতে আছেন নয়নতারা। আরও আছেন দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তসহ অনেকেই।
বিজ্ঞাপন