৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

দুটি পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে ব্যাট করতে নেমে শুরুতে ঝড়ের আভাস দিয়েছিলেন লিটন দাস ও রনি তালুকদার। ইনিংসের প্রথম বলেই চার মেরে শুরু করেন লিটন। রনিও তার পথ ধরেন, মুখোমুখি প্রথম বলে তিনিও চার মেরে শুরু করেন। পরে টানা ধাক্কা দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের করা প্রথম বলে আউট হন দুরন্ত ফর্মে থাকা লিটন, করেন ৪ বলে ৫ রান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত ফেরেন হ্যারি টেক্টরের করা তৃতীয় ওভারের শেষ বলে, খেলেন ৮ বল, রান করেন ৪টি। ১০ বলে ১৪ রান করে কার্টিস ক্যাম্ফেরের শিকার হন রনি। সাকিব ফেরেন ৬ রানে।

পাওয়ার প্লের পর আবারও উইকেট তুলে নেয় আয়ারল্যান্ড। ১০ বল খেলে ১২ রানে আউট হন তাওহিদ হৃদয়।

সাগরিকায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রেকর্ডের ছড়াছড়ির সিরিজে অভিষেক হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান তুলেছে বাংলাদেশ। রিশাদ হোসেন ৩ বলে ৬ ও শামীম পাটোয়ারী শূন্য রানে ব্যাট করছেন।

তিন ম্যাচের সিরিজের ২-০তে এগিয়ে স্বাগতিকরা।

রনিলিটনলিড স্পোর্টসশান্তস্টারলিং