ইনিংস হার এড়াতে লড়ছে আয়ারল্যান্ড

পিটার মুরকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডের প্রতিরোধ ভাঙলেন শরিফুল ইসলাম। মিরপুর টেস্টের তৃতীয় দিনে প্রথম শিকার পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ৫৪ মিনিট। প্রথম সেশনে আর কোনো সাফল্য পায়নি স্বাগতিকরা।

দলীয় পঞ্চাশ পেরোনোর পর মুর লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ রান করে। ৭৮ বলের ইনিংসে চার মারেন তিনটি।

১৩ রানে ৪ উইকেট হারানোর পর মুর ও হ্যারি টেক্টর জুটি জমিয়ে তোলেন। খেলেন দীর্ঘক্ষণ। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলায় ছিল ধীরগতি।

লাঞ্চ বিরতি পর্যনত আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। টেক্টর ৪৩ ও লরকান টাকার ২৪ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এসেছে ৪২ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে আয়ারল্যান্ডকে করতে হবে আরও ৬২ রান।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডমিরপুরলিড স্পোর্টসশরিফুল