৬০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৬৫ হাজার কোটি টাকার বিনিময়ে ৫ জন মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে ইরান।
বিবিসি জানিয়েছে, দেশে ফেরার জন্য বর্তমানে ওই ৫ মার্কিন নাগরিক ফ্লাইটে রয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, দেশটির পাঁচ নাগরিককে রাজনৈতিক সুবিধার জন্য ভিত্তিহীন অভিযোগে কারারুদ্ধ করেছিল ইরান।
সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের ৫ জন করে মোট ১০ জন কারাবন্দীকে মুক্তি দেবে। এছাড়া, যুক্তরাষ্ট্র ইরানকে ৬০০ কোটি ডলার প্রদান করবে।
এদিকে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে মার্কিন কারাগারে বন্দী পাঁচজন ইরানীকেও এই অদলবদলের অংশ হিসেবে ক্ষমা করা হচ্ছে। তবে তাদের সবাই ইরানে ফিরবে বলে আশা করা যাচ্ছে না।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থতায় দেশটির রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই বন্দিবিনিময় চুক্তি হয়।
বিজ্ঞাপন